নিরাপদ সড়কসহ ৫ দফা দাবিতে পাঁচ দাবিতে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১২টার দিকে সড়কে অবস্থান নেয় তারা।
এতে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের এলাকায় যানজট তৈরি হয়।
এর আগে, গতকাল মঙ্গলবার ফার্মগেট এলাকায় ট্রাকচাপায় সিফাত নামের এক শিক্ষার্থী নিহত হন। এরই জেরে আজ আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
এ সময় সিফাত হত্যার বিচার দাবি এবং শিক্ষার্থীদের সন্ত্রাসী ট্যাগ দেয়ায় অভিযোগ এনে প্রশাসনকে ক্ষমা চাওয়ার দাবি জানায় তারা। পাশাপাশি ফুটপাত দখলমুক্তকরণসহ পাঁচ দফা দাবি জানায় শিক্ষার্থীরা।
Reporter