ঢাকা | বঙ্গাব্দ

উগান্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬৩

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2025 ইং
উগান্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬৩ ছবির ক্যাপশন: উগান্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬৩
ad728
স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ: 

উগান্ডার পশ্চিমাঞ্চলের একটি মহাসড়কে দুটি বাসের মধ্যে সংঘর্ষে অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

জানা গেছে, কিরইয়ানদঙ্গ শহরের কাছে ওভারটেক করার কারণে দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। উগান্ডার সড়কগুলো সরু হওয়ায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। সাধারণত অতিরিক্ত গতির কারণে প্রায় ওই স্থানেই হতাহতের ঘটনা ঘটে। তবে একসঙ্গে ৬৩ জনের মৃত্যুর ঘটনা কিছুটা অস্বাভাবিক।

উগান্ডার রেডক্রসের মুখপাত্র আইরিন নাকাসিতা বলেছেন, ভয়াবহ এ দুর্ঘটনার পর হাত-পা ভেঙে যাওয়া আহতরা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। সেখানকার পরিস্থিতি ভয়াবহ ছিল বলে জানিয়েছেন তিনি।

দেশটির পুলিশ সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে জানিয়েছে, দুর্ঘটনার সময় কয়েকজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাদের মধ্যে কিছু ব্যক্তিকে ভুলবশত নিহতদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়ে থাকতে পারে।

/এএম

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স