ঢাকা | বঙ্গাব্দ

বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ আলিস

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 28, 2025 ইং
বোলিং অ্যাকশন ছবির ক্যাপশন: বোলিং অ্যাকশন
ad728
বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করেছেন আলিস আল ইসলাম। শনিবার (২৫ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন এই মিস্ট্রি স্পিনার।

কোনো ত্রুটি না থাকায় বোলিং করতে সমস্যা নেই আলিস আল ইসলামের। তবে ক্রস সিমের যে অফস্পিন ডেলিভারি নিয়ে প্রশ্ন উঠেছিল, সেটি আপাতত করবেন না তিনি।

এর আগে, বিপিএলের চট্টগ্রাম পর্বে আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়াররা প্রশ্ন তোলেন, সন্দেহ মাথায় নিয়ে চট্টগ্রামে আলিস একটা ম্যাচও খেলেন। মূলত, সেই অ্যাকশনের পরীক্ষা দিতেই হোম অব ক্রিকেটে আসেন আলিস।

৫ ক্যামেরার সামনে পরীক্ষায় মোট ১৮টি বল করেছেন এই স্পিনার। যমুনা টেলিভিশন নিশ্চিত হয়েছে, আলিসের বোলিংয়ে কোনো সমস্যা পাননি অ্যানালিস্টরা।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted