ঢাকা | বঙ্গাব্দ

পটুয়াখালীতে জুলাই শহীদ কন্যা ধর্ষণ মামলায় তিন আসামির কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2025 ইং
পটুয়াখালীতে জুলাই শহীদ কন্যা ধর্ষণ মামলায় তিন আসামির কারাদণ্ড ছবির ক্যাপশন: পটুয়াখালীতে জুলাই শহীদ কন্যা ধর্ষণ মামলায় তিন আসামির কারাদণ্ড
ad728
স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালীতে জুলাই শহীদ কন্যা লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিন কিশোর আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি পর্নোগ্রাফি মামলায় আসামিদের মধ্যে অন্য দুইজনকে আরও ৩ বছর করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে পটুয়াখালী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন এ রায় ঘোষণা করেন।

আসামিদের বয়স কম হওয়ায় রায় ঘোষণার পর তাদের যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। প্রাপ্তবয়স্ক হলে তারা সাজা ভোগ করবে।

পুলিশ জানায়, ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান জসিম উদ্দিন। চলতি বছরের ১৮ মার্চ বাবার কবর জিয়ারত শেষে ফেরার পথে লামিয়াকে তুলে নির্জন বাগানে নিয়ে ধর্ষণ করে আসামিরা। সে সময় ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিষয়টি কাউকে না জানাতে চাপ দেয় তারা।

এই ঘটনায় নিজেই তিনজনকে আসামি করে মামলা করেন লামিয়া। পরে ২৬ এপ্রিল রাজধানীর শেখেরটেক এলাকার ভাড়া বাসায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় লামিয়ার।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স