নির্ধারিত মাত্র এক উইকেট হারিয়ে ২৫৪ রান করেছে থিসারা পেরেরার দল। দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছেন লিটন দাস। তিনি ৫৫ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। এছাড়া তানজিদ তামিম ৬৪ বলে ১০৮ রানের ঝলমলে ইনিংস খেলেছেন।
এই ম্যাচে ১৮টি ছক্কা হাঁকিয়েছেন ঢাকার ব্যাটাররা। এর মধ্যে লিটন দাস ৯টি, তানজিদ তামিম আটটি এবং সাব্বির রহমান মেরেছেন একটি ছক্কা। ইনিংসে চারের মার এসেছে ১৬টি। লিটনের ব্যাট থেকে ১০টি আর তামিমের ব্যাট থেকে এসেছে ছয়টি চারের মার।