প্রিন্ট এর তারিখঃ Oct 24, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jan 13, 2025 ইং
লিটন-তানজিদের জোড়া সেঞ্চুরিতে বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড
বিপিএলের চলমান আসরে আগেই ছয় ম্যাচ খেলেছে ঢাকা ক্যাপিটালস। তবে জয়ের খাতা এখনও শূন্য। নিজেদের সপ্তম আজ সিলেটে দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলছে ঢাকা। এই ম্যাচে রাজশাহীর বোলারদের কচুকাটা করে ছেড়েছে শাকিব খানের দল। আরও স্পষ্ট করে বললে, লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম। দুই ওপেনারের জোড়া সেঞ্চুরিতে বিপিএল ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে ক্যাপিটালস।
নির্ধারিত মাত্র এক উইকেট হারিয়ে ২৫৪ রান করেছে থিসারা পেরেরার দল। দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছেন লিটন দাস। তিনি ৫৫ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। এছাড়া তানজিদ তামিম ৬৪ বলে ১০৮ রানের ঝলমলে ইনিংস খেলেছেন।
এই ম্যাচে ১৮টি ছক্কা হাঁকিয়েছেন ঢাকার ব্যাটাররা। এর মধ্যে লিটন দাস ৯টি, তানজিদ তামিম আটটি এবং সাব্বির রহমান মেরেছেন একটি ছক্কা। ইনিংসে চারের মার এসেছে ১৬টি। লিটনের ব্যাট থেকে ১০টি আর তামিমের ব্যাট থেকে এসেছে ছয়টি চারের মার।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার