ঢাকা | বঙ্গাব্দ

আইনি ভিত্তি না দেয়া ও বাস্তবায়নের ধারণা অস্পষ্ট থাকায় সনদে সই করেনি এনসিপি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2025 ইং
আখতার হোসেন ছবির ক্যাপশন: আখতার হোসেন
ad728
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দেয়া ও বাস্তবায়নের ধারণা অস্পষ্ট থাকায় সনদে সই করেনি এনসিপি।

আজ শনিবার (১৮ অক্টোবর) সকালে দলটির রাজধানীর বাংলামোটর অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সংবিধানের কিছু অনুচ্ছেদ বাতিলের বিষয়ে একমত হয়ছে। যা সংবিধানের বেসিক স্ট্রাকচারের অন্তর্ভূক্ত। ফলে বেসিক স্ট্রাকচার লঙ্গন করে সংবিধান সংশোধন করা হলে তা পরবর্তীতে আদালতে চ্যালেঞ্জ বা বাতিল হতে পারে। এই প্রক্রিয়ায় জুলাই সনদ পাশ হলে তা জনগণের সঙ্গে প্রতারণা করা হবে। তাই গণভোটের আগে জুলাই সনদ আদেশ জারির কথা বলেছে এনসিপি।

তিনি আরও বলেন, জুলাই সনদে জনগণের সার্বভৌম ও নাগরিক ক্ষমতার কথা উল্লেখ নেই। এছাড়াও, গণভোটের আইনি কাঠামো ও বাস্তবায়ন আদেশের কথাও উল্লেখ নেই। তবে আইনি জটিলতা নিরসন ও সনদকে যথাযথ আইনি ভিত্তি দিতে কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাব। আমাদের উত্থাপিত বিষয়গুলো সুনিশ্চিত হলেই এতে স্বাক্ষর করবে এনসিপি।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স