ঢাকা | বঙ্গাব্দ

প্রাথমিকভাবে ১০৮ আসনে প্রার্থী ঘোষণা করেছে এবি পার্টি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2025 ইং
প্রাথমিকভাবে ১০৮ আসনে প্রার্থী ঘোষণা করেছে এবি পার্টি ছবির ক্যাপশন: প্রাথমিকভাবে ১০৮ আসনে প্রার্থী ঘোষণা করেছে এবি পার্টি
ad728
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে ১০৮ আসনে প্রার্থী ঘোষণা করেছে আমার বাংলাদেশ (এবি পার্টি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পল্টনে এক সংবাদ সম্মেলনে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।


তিনি বলেন, আগামী এক মাস এই তালিকার প্রার্থীদের নির্বাচন কেন্দ্রিক তৎপরতা পর্যবেক্ষণ করা হবে। জোটগত কারণে এই তালিকা সংশোধন হতে পারে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় এমন সব দলের সঙ্গে আমরা জোটে আগ্রহী। এ সময় এনসিপি, গণঅধিকার ও গণতন্ত্র মঞ্চের সঙ্গে জোটবদ্ধ হতে আলোচনা চলছে বলেও জানান তিনি। 

তিনি আরও বলেন, প্রশ্নহীন ঐক্য যে বিজয় এনে দিয়েছে তা রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন সামনে রেখে কোনো হঠকারিতা জনগণ মেনে নেবে না। এ সময় জুলাই সনদে স্বাক্ষর করার কথা জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স