ঢাকা | বঙ্গাব্দ

বাউফলে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2025 ইং
বাউফলে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ ছবির ক্যাপশন: বাউফলে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ
ad728
বাউফল করেসপনডেন্ট:

পটুয়াখালীর বাউফলে নবম শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে ধুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এ সময় মো. ইমরান (২৫) নামের এক ব্যবসায়ীর অভিরুচি স্টুডিও নামক প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ৮টার দিকে ধুলিয়া স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন অভিরুচি স্টুডিওতে ভুক্তভোগী শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হয় বলে অভিযোগ শিক্ষার্থীদের।

ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, সকালে নবম শ্রেণির রেজিস্ট্রেশনের জন্য ছবি তুলতে অভিরুচি স্টুডিওতে গেলে স্টুডিও মালিক ইমরান কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হলে, ছবি তোলার রুমে জোরপূর্বক তাকে স্পর্শ করে এবং একপর্যায়ে ধর্ষণের চেষ্টা করে।

পরে চিৎকার দিয়ে দৌড়ে বিদ্যালয়ে গিয়ে সহপাঠীদের বিষয়টি জানালে সকলেি ক্ষুব্ধ হয়ে ওঠে এবং এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে সেই স্টুডিও বন্ধ করে দেয়। এ সময়, অভিযুক্ত ব্যবসায়ী ইমরানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।

তবে অভিযুক্ত ইমরান এমন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কাউকে কুপ্রস্তাব দেইনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স