ঢাকা | বঙ্গাব্দ

রাজনৈতিক জটিলতার সমাধান করা ফিফার কাজ নয়— ইসরায়েল ইস্যুতে সংস্থাটির প্রেসিডেন্ট

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2025 ইং
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ছবির ক্যাপশন: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
ad728

বিশ্বজুড়ে ইসরায়েলি দলগুলোকে ফুটবল থেকে বহিষ্কারের দাবি উঠছে। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলছেন, রাজনৈতিক জটিলতার সমাধান করা ফিফার কাজ নয়

বৃহস্পতিবার (২ অক্টোবর) জুরিখে ফিফার নির্বাহী পরিষদের বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

ইনফান্তিনো বলেন, ‘ফিফা ভূরাজনৈতিক সমস্যার সমাধান করতে পারবে না। তবে ফুটবলের ঐক্য, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ কাজে লাগিয়ে বিশ্বজুড়ে এই খেলাকে এগিয়ে নিতে হবে—এটাই ফিফার দায়িত্ব।’

ফিফা এই বৈঠকের পর সংবাদ সম্মেলনের আয়োজন করেনি। ইনফান্তিনোও সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

ফিফার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইনফান্তিনো তার ৩৭ সদস্যের কাউন্সিলকে বলেছেন, ‘গাজার বর্তমান পরিস্থিতিতে সেখানে শান্তি ও ঐক্য প্রচার করা কতটা গুরুত্বপূর্ণ।’ ফিফার এই সংবাদ বিজ্ঞপ্তিতে সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি।

চলতি মাসের ১১ ও ১৪ তারিখ যথাক্রমে নরওয়ে ও ইতালির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ইসরায়েল। তবে নরওয়ে এবং আরও কয়েকটি ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন ইতোমধ্যেই উয়েফার কাছে ইসরায়েলি দলগুলোকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে

এদিকে, তুরস্কের ফুটবল ফেডারেশন সরাসরি ইসরায়েলকে বহিষ্কারের আহ্বান জানিয়েছে ফিফা ও উয়েফার কাছে। তবে এ বিষয়ে ফিফার সভাপতি বলেন, আপাতত বিশ্বজুড়ে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়াই প্রতিষ্ঠানটির দায়িত্ব। রাজনৈতিক ইস্যুতে ফুটবলে জটিলতা না বাড়ানোর বার্তা-ই যেন দিয়েছেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স