ঢাকা | বঙ্গাব্দ

ডাকসুর কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হলেন অধ্যাপক মোশারফ হোসেন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2025 ইং
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে ছবির ক্যাপশন: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে
ad728
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) কোষাধ্যক্ষ পদে মনোনীত হয়েছেন ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ. এম. মোশারফ হোসেন।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডাকসুর গঠনতন্ত্রের ৬(এ) অনুচ্ছেদ অনুসারে উপাচার্য এই মনোনয়ন দেন। নতুন এই মনোনয়নের মাধ্যমে ডাকসুর কার্যক্রমে নতুন মাত্রা যোগ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডাকসু একটি গুরুত্বপূর্ণ ছাত্র সংসদ। নিয়মিত নির্বাচনের মাধ্যমে এই সংসদের কার্যক্রম চলার কথা থাকলেও দীর্ঘদিন ধরে সেটি বন্ধ ছিল। ডাকসু নির্বাচন ২০২৫ এর মাধ্যমে ২০১৯ সালের পর চলতি বছরে এর কার্যক্রম আবার চালু হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স