আবুধাবি, ১৮ সেপ্টেম্বর – এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ ‘বি’-এর শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে শ্রীলঙ্কা সুপার ফোরে পৌঁছেছে। এই জয়ের ফলে বাংলাদেশও সুপার ফোরে কোয়ালিফাই করেছে।
বৃহস্পতিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান সংগ্রহ করে ১৬৯ রান। জবাবে মাত্র ৮ বল হাতে রেখে লঙ্কান দল সেই লক্ষ্য পূরণ করে।
ধারাভাষ্যে খ্যাত ক্রিকেট বিশ্লেষক রাসেল আর্নল্ড উল্লেখ করেন, শ্রীলঙ্কার এই জয় কেবল কলম্বোতেই নয়, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটেও উদযাপিত হচ্ছে। আফগান-শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের ওপর অনেক কিছু নির্ভর করছিল, কিন্তু বাংলাদেশের লিটন-মোস্তাফিজরা তাদের পারফরম্যান্স দিয়ে নিশ্চিত করেছে দেশের সুপার ফোর যাত্রা।
শ্রীলঙ্কার এই জয়ের মধ্য দিয়ে গ্রুপ ‘বি’-এর নাটকীয় সমাপ্তি ঘটেছে, এবং দর্শকরা অধীর আগ্রহে আগামী সুপার ফোর ম্যাচের অপেক্ষায় রয়েছে।