ঢাকা | বঙ্গাব্দ

ডিসি সম্মেলন শুরু রোববার, গুরুত্ব পাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 15, 2025 ইং
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
ad728
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামীকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। এদিন সকাল সাড়ে দশটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলন নিয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

তিনি জানান, তিন দিনব্যাপী সম্মেলনে ৩০টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছ থেকে ৩৫৪টি প্রস্তাব তুলে ধরা হবে। এসব প্রস্তাবের মধ্যে জনসেবা, জনদুর্ভোগ, রাস্তাঘাট নির্মাণ, আইন-কানুন ও বিধিমালা সংশোধন এবং জনস্বার্থের বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে আলোচনা হবে।

তিনি আরও জানান, গত বছর ডিসি সম্মেলনে নেয়া সিদ্ধান্তের মাত্র ৪৬ শতাংশ বাস্তবায়িত হয়েছে। আগের সরকারের অগ্রাধিকারমূলক অনেক বিষয় বর্তমান সরকারের অগ্রাধিকারের মধ্যে পড়ে না। এ কারণেই অনেক বিষয় কম বাস্তবায়ন হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া ভূমি ব্যবস্থাপনা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম জোরদার করা, দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন কার্যক্রম বাড়ানো, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন এবং ভৌত অবকাঠামো উন্নয়নের বিষয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে সম্মেলনে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted