ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডু‌বি, জেলে নিখোঁজ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 22, 2025 ইং
ভোলার ই‌লিশা ছবির ক্যাপশন: ভোলার ই‌লিশা
ad728
ভোলার মেঘনা নদী‌তে বালুবা‌হী নৌযানের (বাল্কহেড) ধাক্কায় এক‌টি মাছ ধরার নৌকা ডু‌বে মো. দুলাল (৪০) না‌মের এক জে‌লে নি‌খোঁজ হয়েছেন। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সা‌ড়ে ৭টার দি‌কে সদর উপ‌জেলার শিবপুর ইউ‌নিয়‌নের মৎস্য ঘাট সংলগ্ন নদী‌তে এ ঘটনা ঘ‌টে।

নি‌খোঁজ মো: দুলাল মা‌ঝি সদর উপ‌জেলার শিবপুর ইউ‌নিয়‌নের ৩ নম্বর ওয়া‌র্ডের মো. নুরুল ইসলা‌মের ছে‌লে।

নি‌খোঁ‌জের প‌রিবার ও স্থানীয় জে‌লেরা জানান, মঙ্গলবার বি‌কেলের দি‌কে দুলাল নৌকা নি‌য়ে মেঘনা নদীতে মাছ ধরতে যান। সন্ধ্যার একটু প‌রে নৌকা নি‌য়ে সে তীরের দি‌কে ফির‌ছি‌লেন। সে সময় এক‌টি বাল্ক‌হেড নৌকা‌টিকে ধাক্কা দি‌লে দুলাল নদী‌তে প‌রে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ভোলার ই‌লিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. শাহীন উদ্দিন ঘটনার সত্যতা নি‌শ্চিত করে জানান, খবর পে‌য়ে নৌ পু‌লিশ, কোস্টগার্ড ও ফায়ার সা‌র্ভিস সদস্যরা জে‌লে‌কে উদ্ধারে কাজ শুরু করে। তাছাড়া ওই বাল্ক‌হেড‌টিকেও আটকের চেষ্টা চল‌ছে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted