ঢাকা | বঙ্গাব্দ

ঋণ খেলাপিদের মনোনয়ন দেবে না বিএনপি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 18, 2025 ইং
মির্জা ফখরুল ইসলাম ছবির ক্যাপশন: মির্জা ফখরুল ইসলাম
ad728
দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায় বিএনপি। সংসদেই সব বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৮ জানুয়ারি) শ্বেতপত্র এবং অতঃপর শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা জানান।

তিনি জানান, রাজনীতিতে সংস্কার, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে হবে। ঋণ খেলাপিদের আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন দেয়া হবে না বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আগামীতে আওয়ামী লীগ নির্বাচন আসবে কি-না তা দেশের জনগণই ঠিক করবে। রোহিঙ্গাদের ফেরাতে চীন এবং ভারতের সঙ্গে বিগত সরকার আলোচনা করেনি বলেও জানান তিনি।

দ্রুত নির্বাচনের জন্য কেন অন্তর্বর্তী সরকারকে চাপ দেয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি একটি নির্বাচিত সরকার সব ধরনের সংস্কার করতে পারে। কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসে। অতীতের সব ভুল শুধরে সেগুলো থেকে শিক্ষা নিয়ে বিএনপি নীতিমালা সাজাচ্ছে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted