অপরদিকে, টানা ছয় মাস ধরে নির্বাচন পরবর্তী বিবাদ, প্রেসিডেন্ট পদ থেকে সরে যেতে আন্তর্জাতিক আহ্বান সেইসাথে তাকে আটক করতে যুক্তরাষ্ট্রের পুরস্কার বৃদ্ধি সত্ত্বেও শুক্রবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন নিকোলা মাদুরো। দেশটির রাষ্ট্রপতি পদের মেয়াদ ছয় বছর।
যুক্তরাষ্ট্র এমন সময় এই নিষেধাজ্ঞা জারি করলো যখন একই পদক্ষেপ গ্রহণ করে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন ।
মাদুরো ও তার সহযোগীরা সব সময়ে যুক্তরাষ্ট্র ও অন্যান্যদের নিষেধাজ্ঞাকে এই বলে প্রত্যাখ্যান করেছে যে, এগুলো হচ্ছে অবৈধ পদক্ষেপ যা ভেনেজুয়েলাকে পঙ্গু করতে এক ধরণের ‘অর্থনৈতিক যুদ্ধ’।
উল্লেখ্য, দেশটির নির্বাচন কর্তৃপক্ষ ও শীর্ষ আদালত দাবি করেছে যে মাদুরো গত বছরের জুলাইতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন। তবে নির্বাচনের বিস্তারিত ফলাফল এখনও প্রকাশ করেনি তারা।