ঢাকা | বঙ্গাব্দ

আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে ‘হাতকাটা’ টিপুসহ আটক ৪

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2025 ইং
‘হাতকাটা’ টিপুসহ আটক ৪ ছবির ক্যাপশন: ‘হাতকাটা’ টিপুসহ আটক ৪
ad728

সাভার করেসপনডেন্ট:

চাঁদাবাজির অভিযোগে সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে ‘হাতকাটা’ টিপুসহ চারজনকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি আবদুল হান্নান। 

গ্রেফতারকৃতরা হলেন- আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকার টিপু ওরফে হাতকাটা টিপু, মানিকগঞ্জ জেলার সদর থানার মাধবপুর এলাকার মো. তাইজুল ইসলামের ছেলে আমির হোসেন, একই জেলার শিবালয় থানার নিহালপুর এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে নূর মোহাম্মদ ও গোপালগঞ্জ জেলার সদর থানার চর মানিকদা মিয়া বাড়ি নিবাসী জামিল আহমেদের ছেলে মো. রহমতুল্লাহ শেখ।

জানা গেছে, আশুলিয়ার বাইপাইল বাস স্ট্যান্ড এলাকায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টিম অভিযান পরিচালনা করেন। এ সময় চাঁদাবাজির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে আমির হোসেন, নুর মোহাম্মদ ও রহমতুল্লাহ শেখকে আটক করেন। পরে তাদের দেয়া তথ্যমতে টিপুকে আটক করে যৌথ বাহিনী।

যৌথ বাহিনী জানায়, টিপু বেশ কয়েকটি মামলার আসামি। আশুলিয়া বাইপাইল এলাকার প্রতিটি দোকান থেকে তার নেতৃত্বে নিয়মিত আদায় করা হতো চাঁদা। এরআগে তার গ্রেফতারের দাবি তুলে কাফনের কাপড় মাথায় বেঁধে মানববন্ধনও করেন স্থানীয়রা। পরে আটককৃতদের আশুলিয়া থানায় সোপর্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স