ঢাকা | বঙ্গাব্দ

এশিয়া কাপের প্রস্তুতি শুরু টাইগারদের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসরের জন্য বাংলাদেশের ঘোষিত ২৫ সদস্যের প্রাথমিক দলে আছেন নাজমুল হোসেন শান্ত। স্বভাবতই কঠোর পরিশ্রমী এই ক্রিকেটার হাজির ছিলেন অনুশীলনে। সাম্প্রতিক সময়ের গ্লানি আর অপূর্ণতাগুলো ঝেড়ে ফেলে, ফুরফুরে এক নতুন শুরুর অপেক্ষায় এই ব্যাটার।

মিরপুরের হোম অব ক্রিকেটে সকাল ৮টায় শুরু হয় ফিটনেস ক্যাম্প। যথারীতি ওয়ার্ম আপ দিয়ে শুরু হয়েছে কার্যক্রম। তবে এদিন মূল কাজ ছিলো ক্রিকেটারদের ১৬শ’ মিটার রানিং। অর্থাৎ, দেড় কিলোমিটারের কিছুটা বেশি।

বিসিবির ট্রেইনার নাথান কেলির অধীনে পরিচালিত হয় পুরো সেশন। ক্রিকেটারদের শক্তিমত্তা যাচাই করতে বেঁধে দেয়া হয় মান। ৬ মিনিটের মধ্যে দৌড় শেষ করতে পারলে ফিটনেস ধরা হবে ‘এ প্লাস’ ক্যাটাগরির, যা খুবই ভালো। ৬ মিনিট ২০ সেকেন্ড শেষ করলে ভালো মানের। আর ৬ মিনিট ৪০ সেকেন্ড সময় নিলে পাস মার্ক দেয়া হবে। তবে এর উপরে গেলে সেটাকে ফেল ধরা হবে।

তবে বুধবার যা হয়েছে, সেটা কেবল ড্রেস রিহার্সাল। ক্রিকেটাররা কে কোন অবস্থায় আছেন সেটা তাদের জানানোই মূল উদ্দেশ্য। আগামী ১০ আগষ্ট আনুষ্ঠানিকভাবে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নেবে বিসিবি। এর আগে, ক্রিকেটাররা নিজেদের তৈরি করার সময় পাচ্ছেন।

ফিটনেস টেস্টে নেবার পরের ৪ দিনও হবে একই বিষয় নিয়ে কাজ। যাদের উন্নতির প্রয়োজন আছে, তাদের দেয়া হবে একক কর্ম পরিকল্পনা।

এদিন শর্টরানিংও হয়েছে। যার মূল উদ্দেশ্য গতি যাচাই। মাঠের কাজ শেষে ক্রিকেটাররা অংশ নিয়েছেন জিম সেশনে।

আগামী ১৪ তারিখ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেবল ফিটনেস নিয়ে কাজ হবে জাতীয় দলের ক্যাম্পে। তবে কেউ চাইলে ব্যক্তি উদ্যোগে স্কিল ট্রেনিং করতেই পারেন। তবে আনুষ্ঠানিকভাবে ব্যাটিং-বোলিং শুরু ১৫ হবে আগস্ট। ।

উল্লেখ্য, প্রথম দিনের সেশনে অনুপস্থিত থাকা ক্রিকেটারদের মধ্যে ছিলেন অধিনায়ক লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়। অপরদিকে, নুরুল হাসান, হাসান মাহমুদের মতো যারা আছেন জাতীয় দল ও ‘এ’ দল দুই জায়গাতেই তারা কাজ করেছে ‘এ’ দলের সাথে।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স