মঙ্গলবার (৫ আগস্ট) রাতে বিমানবন্দরে নেমে বাহার তার মেয়ে মীম আক্তারকে প্রথমবারের মতো কোলে নিয়ে আদর করেছেন। এটিই প্রথম এবং শেষ কোলে নেওয়ায় পরিণত করেছে একটি ভয়াবহ দুর্ঘটনা।
ভুক্তভোগী বাহার জানান, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে ফেরার পথে চালকের ঘুমের কারণে মাইক্রোবাস গিয়ে খালে পড়ে। এতে মীমসহ প্রবাসী বাহারের পরিবারের সাতজন সদস্য মারা গেছেন। বুধবার (৬ আগস্ট) ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের অদূরে মাইক্রোবাসটি লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে খালে পড়ে দুর্ঘটনাটি ঘটে।