ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশসহ ১৪ দেশের জন্য আলোচনার পথ খোলা রাখলেন ট্রাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 10, 2025 ইং
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ ১৪টি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, ছবির ক্যাপশন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ ১৪টি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন,
ad728
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ ১৪টি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা। তবে তিনি এসব দেশের জন্য আলোচনার পথ খোলা রেখেছেন, ইঙ্গিত দিয়েছেন যে শুল্ক কার্যকরের সময়সীমা নমনীয় হতে পারে এবং দর কষাকষির সুযোগ রয়েছে।

সোমবার স্থানীয় সময় অনুযায়ী, ট্রাম্প জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের কাছে চিঠি পাঠিয়ে এপ্রিলে স্থগিত করা শুল্ক ফিরিয়ে আনার ঘোষণা দেন। নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট করা চিঠিতে ট্রাম্প জানান, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসানো হবে। এছাড়া, ইন্দোনেশিয়ার ওপর ৩২ শতাংশ, থাইল্যান্ডের ওপর ৩৬ শতাংশ এবং বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে রয়টার্স জানিয়েছে।

ট্রাম্প গত ২ এপ্রিলকে 'লিবারেশন ডে' আখ্যা দিয়ে বিভিন্ন দেশের আমদানি পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। তবে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দেওয়ায় তিনি ৯০ দিনের জন্য তা স্থগিত করেন। সেই স্থগিতাদেশের মেয়াদ বুধবার শেষ হওয়ার আগেই তিনি নতুন করে এই চিঠি পাঠিয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক নৈশভোজে সাংবাদিকেরা ট্রাম্পকে জিজ্ঞাসা করলে তিনি জানান, ১ আগস্টের সময়সীমা চূড়ান্ত হলেও এটি "শতভাগ" চূড়ান্ত নয়। শুল্ক আরোপের বিষয়ে এটিই চূড়ান্ত প্রস্তাব কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি বলব এটাই চূড়ান্ত। তবে তারা যদি ভিন্ন কোনো প্রস্তাব নিয়ে আসে এবং তা আমার পছন্দ হয়, তাহলে আমরা সেটাই করব।"

ট্রাম্পের নিজস্ব সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা চিঠি অনুযায়ী, ইন্দোনেশিয়ার পণ্যে ৩২ শতাংশ, বাংলাদেশের পণ্যে ৩৫ শতাংশ ও থাইল্যান্ডের ওপর ৩৬ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে। হোয়াইট হাউসের উপদেষ্টা লেভিট জানান, প্রেসিডেন্ট তার এখতিয়ারে দেশগুলো বেছে নিয়েছেন। এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট ওয়েন্ডি কাটলার বলেন, টোকিও ও সিউলের কাছে পাঠানো চিঠি "অন্যদের জন্য সতর্কবার্তা" হিসেবে কাজ করবে।

ট্রাম্পের এমন দ্বিমুখী অবস্থানে আলোচনার সুযোগ তৈরি হলেও বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা বেড়েছে। তার এই নতুন হুমকির পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও দরপতন হয়েছে; নাসডাক সূচক ০.৯ শতাংশ এবং এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.৮ শতাংশ পয়েন্ট হারিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এই ঘোষণাকে "অত্যন্ত দুর্ভাগ্যজনক" বলে মন্তব্য করেছেন। এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট ওয়েন্ডি কাটলার বলেছেন, ট্রাম্পের এই পদক্ষেপ অন্যদের কাছে "বিপজ্জনক বার্তা" হিসেবে বিবেচিত হবে। যদিও মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বেশ কয়েকটি ঘোষণার ইঙ্গিত দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স