ঢাকা | বঙ্গাব্দ

সাগরে লঘুচাপ, ভারী বৃষ্টিসহ ভূমিধসের শঙ্কা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2025 ইং
সাগরে লঘুচাপ, ভারী বৃষ্টিসহ ভূমিধসের শঙ্কা ছবির ক্যাপশন: সাগরে লঘুচাপ, ভারী বৃষ্টিসহ ভূমিধসের শঙ্কা
ad728

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলে আগামী ৭২ ঘণ্টা বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের ফলে দেশের পার্বত্য অঞ্চলে ভূমিধসের শঙ্কা রয়েছে। আজ বুধবার সকালে এমনটি জানান আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, গেল ২৪ ঘণ্টায় খুলনায় সর্বোচ্চ ১১১ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে। আগামী ৭ দিন সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তবে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি কমবে বলেও জানান তিনি। এছাড়াও মোংলা, চট্টগ্রাম, খুলনা ও পায়রা বন্দরকে আরও দুইদিন ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উক্ত সময়ে দেশের পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স