ডিভোর্স এখন যেন হয়ে উঠেছে তুচ্ছ বিষয়, এমনটাই মনে করছেন বলিউড সুপারস্টার সালমান খান। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অংশ নিয়ে সম্পর্ক, সহনশীলতা ও বিচ্ছেদের মতো সংবেদনশীল বিষয়ে স্পষ্টভাবে নিজের মত প্রকাশ করেন তিনি। তার মতে, আগে মানুষ একে অপরের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করত, আর এখন সামান্য ভুল বোঝাবুঝি বা অভ্যাসগত কারণে সম্পর্কে ভাঙন ধরছে। সালমানের এমন মন্তব্য ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।
সালমানের এই মন্তব্যের একটি ভিডিও ক্লিপ ইতিমধ্যে ভাইরাল হয়ে নেটদুনিয়ায় ঝড় তুলেছে।
ভাইরাল হওয়া ওই ক্লিপে সালমান খানকে বলতে শোনা যায়, ‘আগে মানুষ একে অপরের জন্য ত্যাগ স্বীকার করত। মানিয়ে চলার একটা মানসিকতা ছিল। এখন রাতে গায়ের ওপর পা রাখা বা নাক ডাকার মতো ছোট বিষয়েও ডিভোর্স হয়ে যায়। আর একবার ডিভোর্স হলে তো ছেলেদের অর্ধেক টাকা মেয়েরা নিয়ে যায়।’
সালমানের এই মন্তব্য শুনে কপিল শর্মা, অর্চনা পূরণ সিং এবং নভজ্যোৎ সিং সিধুকে হাসতে দেখা যায়। তবে এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। কেউ কেউ সালমানের কথায় সমর্থন জানালেও, অনেকেই এটিকে 'পুরুষতান্ত্রিক' দৃষ্টিভঙ্গি বলে আখ্যা দিয়েছেন।