রমজান মাসের রোজা রাখা শুরু ও শেষ করার সঙ্গে চাঁদ দেখা ওতপ্রোতভাবে সম্পৃক্ত। কারণ চাঁদ দেখার পরই রমজান মাস শুরু হয়। আর ঈদের চাঁদ দেখার পরই রমজানের রোজা শেষ হয়। আর মেঘের কারণে চাঁদ দেখা না গেলে হিসাব পূর্ণ করতে বলা হয়েছে অর্থাৎ ৩০ দিন পূর্ণ করা হবে।
হাদিস শরিফে এসেছে-
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ذَكَرَ رَمَضَانَ فَقَالَ : لَا تَصُومُوا حَتَّى تَرَوْا الْهِلَالَ ، وَلَا تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدِرُوا لَهُ .
আবদুল্লাহ বিন উমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা রোজা রাখবে না, যতক্ষণ তোমরা নতুন চাঁদ দেখবে না। এবং তোমরা ইফতার করবে না, যতক্ষণ না তোমরা তা দেখবে। আর তোমাদের কাছে তা অস্পষ্ট হলে তোমার পরিপূর্ণ গণনা করবে।’ (বুখারি, হাদিস : ১৯০৬)