বাংলাদেশের অমর একুশে বইমেলা কবে, কোথায়, কীভাবে হয়; তা আমাদের অনেকেরই জানা। বাংলাদেশের সঙ্গে অন্য দেশের পার্থক্য হচ্ছে, মাসব্যাপী বইমেলা আর কোথাও হয় না। পুরো এক মাস চললেও বইমেলার আবেদন যেনো ফুরায় না। কখনও কখনও সময়সীমা বাড়ানোও হয় অবস্থার পরিপ্রেক্ষিতে।
বাংলাদেশে বাংলা একাডেমির আয়োজনে হয় অমর একুশে গ্রন্থমেলা। বর্তমানে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে শেষ সময়ের প্রস্তুতি। মেলার আলতো ঘ্রাণ নিয়ে আসুন জেনে নেই বিশ্বের অন্যতম সেরা কিছু বইমেলা সম্পর্কে—
ফ্রাঙ্কফুর্ট বইমেলা (জার্মানি):
ফ্রাঙ্কফুর্ট বইমেলা বিশ্বের সবচেয়ে প্রাচীন মেলার একটি। এই বইমেলাকে বলা হয় বাণিজ্যিক দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় বইমেলা। সেই ১৭ শতক থেকে অনুষ্ঠিত হয়ে আসছে ফ্রাঙ্কফুর্ট ট্রেড ফেয়ার গ্রাউন্ডে অনুষ্ঠিত হওয়া মেলাটি। মাঝখানে কিছু দিন বন্ধ থাকলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে সেন্ট পল চার্চে এই বইমেলা পুনরায় শুরু হয়।
প্রতিবছর মধ্য অক্টোবরে হয় পাঁচ দিনের এই মেলা। প্রথম তিন দিন নির্ধারিত থাকে বিভিন্ন দেশ থেকে অংশ নেয়া প্রকাশনা প্রতিষ্ঠান এবং বহুজাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের জন্য। শেষের দুই দিন উন্মুক্ত থাকে সর্বস্তরের জনগণের জন্য।
প্রতিবছর ফ্রাঙ্কফুর্ট বইমেলায় প্রায় তিন লাখ বইপ্রেমির সমাগম ঘটে থাকে। তবে ফ্রাঙ্কফুর্ট বইমেলা মূলত বই বিক্রির পরিবর্তে বই প্রকাশনা সংক্রান্ত আন্তর্জাতিক প্রকাশনা আইন, লাইসেন্স ফি ও ট্রেডিংয়ের কাজে বেশি মনোযোগী থাকে।