মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ওয়ার্নার পার্কে মাঠে নামে বাংলাদেশ। টেসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। ওপেনার মুর্শিদা ১২ রান করে ফিরলে, ভাঙ্গে ৩৪ রানের জুটি। কিন্তু, এরপর ফারজানা পিংকি ১৮ আর শারমিন আক্তার ১১ রান করে ফিরলে চাপে পড়ে বাংলাদেশ।
এমন অবস্থায় আবারও দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এই ব্যাটারের ৬৮ রানের ইনিংসের সাথে সোবহানার ২৩ এবং স্বর্ণার ২১ রানের ইনিংসে ১৮৪ রানের মাঝারি পুঁজি পায় বাংলাদেশ।
তবে বোলিংয়ে দলগত সাফল্য পায় টাইগ্রেসরা। পেসার মারুফা দুইটি আর তিন স্পিনার নাহিদা, রাবেয়া ও ফাহিমা মিলে ৭টি উইকেট তুলে নিলে, ১২৪ রানে অলআউট হয় উইন্ডিজ নারী দল। ক্যারিবিয়ানদের বিপক্ষে এটি টাইগ্রেসদের প্রথম ওয়ানডে জয়। সিরিজের শেষ ম্যাচ জিতলে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের পাশাপাশি সরাসরি নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট কাটবে বাংলাদেশ।