ঢাকা | বঙ্গাব্দ

ঢামেকে একসঙ্গে জন্ম নেয়া ৬ শিশুর একজনের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 15, 2025 ইং
ঢামেকে একসঙ্গে জন্ম নেয়া ৬ শিশুর একজনের মৃত্যু ছবির ক্যাপশন: ঢামেকে একসঙ্গে জন্ম নেয়া ৬ শিশুর একজনের মৃত্যু
ad728

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম নেয়া যমজ ৬ শিশুর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢামেক হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) মৃত্যু হয় ছেলে নবজাতকটির।

এদিন সকাল ৯টার দিকে ঢামেকের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার প্রিয়া (২৩) ছয় সন্তানের জন্ম দেন।

প্রিয়ার পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে এক ছেলে বাচ্চা মারা গেছে। ৬ নবজাতকের মধ্যে তিনজনকে ঢামেকের এনআইসিইউতে এবং বাকি তিনজনকে বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়েছিল।

এর আগে, ঢামেক গাইনি বিভাগের ইউনিট-১ এর সহকারী অধ্যাপক ডা. আবিদা সুলতানা জানান, শনিবার রাতে প্রিয়া হাসপাতালে ভর্তি হন। রোববার সকালে তিনি একসঙ্গে ছয় সন্তানের জন্ম দেন। তবে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি আসলে পূর্ণাঙ্গ ‘বেবি’ নয়, বরং ২৭ সপ্তাহের ইনএবিটেবল অ্যাবরশন।

তিনি আরও বলেন, শিশুদের মধ্যে তিনজনের ওজন প্রায় ৯০০ গ্রাম এবং বাকি তিনজনের ৮০০ গ্রাম। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভাগ্য সহায় থাকলে সবাই সুস্থভাবে বেঁচে থাকবে। টিকে থাকা অনেক সময় কঠিন।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স