ঝিনাইদহের মহেশপুর লড়াঘাট শ্যামকুড় সীমান্ত দিয়ে ১০ জন এবং বাঘাডাঙ্গার খোশালপুর সীমান্ত দিয়ে ৬ জন নারী-পুরুষ ও শিশুসহ ১৬ জনকে বাংলাদেশে পুশইন করলো ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
মঙ্গলবার রাত ৮টার দিকে ও সোমবার রাত ৯টার দিকে গণমাধ্যমকে জানান মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিজিবি সুত্রে জানা গেছে, বিএসএফ ব্যাটালিয়ন অধীনস্থ পাখিউড়া বিএসএফ ক্যাম্প কমান্ডার মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির অধীনস্থ লড়াঘাট কোম্পানীর শ্যামকুড় বিওপি কমান্ডারকে অবগত করে ১০ জন (২ পুরুষ, ৫ নারী এবং ৩ শিশু) অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পুশইন করে দেয় বিএসএফ। সেসময় তাদেরকে আটক করা হয়।
অপরদিকে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্ত বাঘাডাঙ্গার খোসালপুর সীমান্ত পিলার ৬০/৮৫ এর কাছে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) কাছে ৬ জন নারী-পুরুষ ও শিশুকে হস্তান্তর করে। আটককৃতদের মধ্যে ৪ জন জন নারী, ৪ জন পুরুষ ও ৮ জন শিশু রয়েছে।