ঢাকা | বঙ্গাব্দ

ইরানের জনগণকে হাতে হাত ধরে শক্তভাবে দাঁড়াতে হবে: প্রেসিডেন্ট

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2025 ইং
ইরানের জনগণকে হাতে হাত ধরে শক্তভাবে দাঁড়াতে হবে: প্রেসিডেন্ট ছবির ক্যাপশন: ইরানের জনগণকে হাতে হাত ধরে শক্তভাবে দাঁড়াতে হবে: প্রেসিডেন্ট
ad728

ইরানের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা ইরানের নেই। সোমবার (১৬ জুন) ইরানের পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। 

মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘শত্রুরা মারধর, হত্যা, হামলার মধ্য দিয়ে আমাদের এবং আমাদের জাতিকে শেষ করতে পারবে না। কেননা, একজন বীরের হাত থেকে পতাকা পড়ে গেলে, আরও শত শত বীর তা তুলে নেবেন। তারা এই কাপুরুষদের নিষ্ঠুরতা, অবিচার, অপরাধ আর বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।’

ইরানিরা ‘আগ্রাসনকারী’ নন মন্তব্য করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘আমাদের ওপর যে আগ্রাসন শুরু হয়েছে, তার বিরুদ্ধে ইরানের জনগণের হাতে হাত ধরে শক্তভাবে দাঁড়াতে হবে।’


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স