সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর শেন ম্যাকডারমট দায়িত্ব ছাড়লে, শেষ দেড় বছর বাংলাদেশ দলের কোচিং স্টাফে কোনো ফিল্ডিং কোচ ছিল না। শুরুতে সহকারী কোচ নিক পোথাস সেই দায়িত্ব পালন করলেও, তার চাকরি ছাড়ার পর থেকে এখন পর্যন্ত অফিসিয়ালি সেই পদ শূন্য।
অবশেষে সেই শূন্যস্থান পূরণের কাজ শুরু হয়েছে। দ্রুতই একজন নতুন ফিল্ডিং কোচ নিয়োগ দেবে বিসিবি। জানা গেছে, সেই ফিল্ডিং কোচ মুম্বাই ইন্ডিয়ান্সে সাত বছর কাজ করা জেমস প্যামেন্ট। পাশাপাশি এই ইংলিশম্যান কাজ করেছিলেন যুক্তরাষ্ট্রের ফিল্ডিং কোচ হিসেবেও।