ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় নির্বাচন নিয়ে কালক্ষেপণ হচ্ছে: বাম গণতান্ত্রিক জোট

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 19, 2025 ইং
সরকার জাতীয় নির্বাচন ছবির ক্যাপশন: সরকার জাতীয় নির্বাচন
ad728
সরকার জাতীয় নির্বাচন নিয়ে কালক্ষেপণ করছে বলে অভিযোগ জানিয়ে এই বছরেই নির্বাচন দেয়ার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে আগারগাঁও-এ নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সাথে বৈঠক শেষে বাম নেতারা এ মন্তব্য করেন।

তারা বলেন, ইসি যেকোনো সময়ে নির্বাচন দেয়ার জন্য প্রস্তুত আছে। রাজনৈতিক দলগুলোর অধিকাংশই প্রস্তুত। এখন সরকারের সদিচ্ছার দরকার।

বৈঠকে নির্বাচন কমিশনের কাছে সাত দফা দাবি তুলে ধরে বাম গণতান্ত্রিক জোট। এর মধ্যে, নির্বাচনে জামানত ৫ হাজার টাকার বেশি করা যাবে না এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকেই ছাপানো ভোটার তালিকা প্রত্যেক প্রার্থীকে সরবরাহ করতে হবে বলে দাবি তাদের। এছাড়াও জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন ও না ভোটের বিধানের কথা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted